শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
01 Jan 2025 11:52 pm
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় আওয়ামী লীগ এর কর্মসূচির অংশ হিসাবে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় পৃথক ভাবে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকালে পিরব ইউনিয়ন আওয়ামী লীগ এর আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে সিহালী স্কুল মাঠে সমাবেশ ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আসিফ মাহমুদ মিল্টন, আওয়ামী লীগ নেতা আতিক রহমান, রাসেল আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগ সাঃ সম্পাদক শহিদুল ইসলাম, গোলাম রব্বানী, যুবলীগ নেতা মোবাশ্বের হোসেন স্বরাজ, রেজুওয়ানুল ইসলাম পিন্টু, ছাত্র লীগ নেতা খালেকুজ্জামান পাইলট, কৃষক লীগ নেতা আমজাদ হোসেন, জাহাঙ্গীর হোসেন। অপরিদকে কিচক ইউনিয়ন আওয়ামী লীগ এর আয়োজনে অনুরূপ কর্মসূচি পালন করা হয়।
কিচক বাস স্ট্যান্ডে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, ইউপি চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন, আবু সাইদ প্রমুখ। এছাড়াও ১২টি ইউনিয়ন আওয়ামী লীগ এর আয়োজনে পৃথক ভাবে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করা হয়।