বুধবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৩
01 Aug 2025 05:34 pm
![]() |
(সংবাদ বিজ্ঞপ্তি):-ঢাকা- ০৮ ফেব্রুয়ারী, বুধবার, ২০২৩।ইতিপূর্বে দলের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে যে সকল নেতৃবৃন্দ সংগঠন থেকে বহিষ্কার হয়েছিলেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান,সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এমপি তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করেছেন।
যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
বহিস্কারাদেশ প্রত্যাহারকৃত নেতৃবৃন্দের নাম নিম্নে দেয়া হলো :-সর্বজনাব- লুৎফর রেজা খোকন ( কুমিল্লা), মুফতি নুরুল আমিন (যশোর), মোক্তার হোসেন ( সিরাজগঞ্জ), আলমগীর কবির মজুমদার (কুমিল্লা), হিলটন প্রামাণিক (সিরাজগঞ্জ) ও আব্দুল জলিল ( সিরাজগঞ্জ)।
বার্তা প্রেরকঃ-(মাহমুদ আলম)যুগ্ম দফতর সম্পাদক,জাতীয় পার্টি,