শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৩
04 Jan 2025 05:03 pm
নাটোর প্রতিনিধিঃ নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যপাক আব্দুল কুদ্দুস এর রোগ মুক্তি কামনায় নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ ফেব্রæয়ারি) বাদ জুম্মা এই দোয়ার আয়োজন করেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। দোয়া অনুষ্ঠানে অসুস্থ বীরমুক্তিযোদ্ধা অধ্যপাক আব্দুল কুদ্দুস এমপির সুস্থ্যতা কামনা করা হয়।
উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহক আলী, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান জার্জিসসহ মুসল্লিগণ অংশ গ্রহণ করেন। লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী বলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি, নাটোর -৪ আসনের সাংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস অসুস্থ অবস্থায় থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর রোগমুক্তির জন্য বিভিন্ন মসজিদে বাদ জুম্মা দোয়ার আয়োজন করা হয়েছে।’
মো. আশিকুর রহমান টুটুল