শুক্রবার, ০৩ জানুয়ারী, ২০২৫
05 Jan 2025 08:26 pm
৭১ভিশন ডেস্ক:- ‘মধ্যবিত্ত’ দিয়ে ঢাকাই সিনেমা যাত্রা শুরু করল দুই হাজার পঁচিশের। শুক্রবার (৩ জানুয়ারি) দেশের ১৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন তানভীর হাসান। পরিচালকের ভাষ্যমতে— গ্রাম থেকে শহর, ফুটপাত থেকে অট্টালিকা, কোনো শ্রেণির চরিত্র বাদ যায়নি এই সিনেমায়। বিভিন্ন চরিত্র রূপায়ন করেছেন শিশির সরদার, মায়িশা প্রাপ্তি, মাসুম আজিজ, বড়দা মিঠু, সমু চৌধুরী, এলিনা শাম্মি, ওমর মালিক, আমির সিরাজী, সোহেল রানা, শবনম পারভীন প্রমুখ।
তানভীর হাসান বলেন, “এটি আমার প্রথম নির্মাণ। অনেক স্বপ্ন নিয়ে সিনেমাটি বাংলাদেশের দর্শকের জন্য নির্মাণ করেছি। এতে শ্রেণিবিভেদের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত মানুষের জীবনরেখা, সংগ্রাম তুলে ধরেছি। আমার বিশ্বাস, সিনেমাটি দেখলে দর্শক নিরাশ হবেন না।”
‘মধ্যবিত্ত’ সিনেমার অন্যতম অভিনেতা ওমর মালিক বলেন, “এই সিনেমার গল্প সবার হৃদয় ছুঁয়ে যাবে। প্রতিটি চরিত্র দর্শক হৃদয়ে ধারণ করবে বলে আমার বিশ্বাস। নাম শুনে গল্পের কিছুটা আভাস পাওয়া যাচ্ছে হয়তো। কিন্তু আমরা তার চেয়েও বেশি কিছু করার চেষ্টা করেছি।”
গত বছরের মাঝামাঝি সময়ে ‘মধ্যবিত্ত’ সিনেমা সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। এরপর মুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু নানা কারণে মুক্তি পায়নি। সর্বশেষ প্রেক্ষাগৃহে মুক্তি পেল সিনেমাটি। সিনেমাটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন নির্মাতা।
যেসব হলে দেখা যাচ্ছে ‘মধ্যবিত্ত’
‘মধ্যবিত্ত’ দেশের ১৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। হলগুলো হলো— রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাস, উত্তরার ম্যাজিক মুভি, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ, দিনাজপুরের মডার্ন সিনেমা, সাপাহারের নসীব সিনেমা, কুলিয়ার চরে রাজ সিনেমা, গোপালদীর চলন্তিকা, টেকের হাটের সোনালী, মধুপুরের মাধবী সিনেপ্লেক্স, ময়মনসিংহের পূরবী সিনেমা ও ফরিদপুরের বনলতা।