রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
22 Dec 2024 12:59 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে দি-ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে,শনিবার (২১ ডিসেম্বর) আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ ও নশরতপুর উচ্চবিদ্যালয় পৃথক দুটি কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়।রহিম উদ্দিন ডিগ্রী কলেজে পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন দি-ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের মহা পরিচালক সাইয়্যেদ কুতুব সাব্বির।
তিনি বলেন, দি-ব্রিলিয়্যান্ট এসোসিয়েশন মেধা বিকাশের একটি সেবা মুলক প্রতিষ্ঠান। আমরা প্রতি বছর ছাত্রদের মেধা বিকাশ, চারিত্রিক মাধুর্যের সৃষ্টি, মানব সেবায় উৎসাহ দান, মৌলিক মানবীয় গুণাবলি অর্জনসহ জীবন জগতের শ্রষ্টার প্রতি অনুগত্যশীল সমাজ ও রাষ্ট্রের জন্য যোগ্য ও আদর্শ নাগরিক তৈরিতে কাজ করে যাচ্ছি।তিনি জানান, গত ২০০২ সাল থেকে এ বৃত্তি পরীক্ষা চলমান রয়েছে যা আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, পরীক্ষা কেন্দ্র সচিব আদমদীঘি রহিম ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক, দি-ব্রিলিয়্যান্ট এসোসিশনের সাবেক মহাপরিচালক এ্যাড.সাইফুদ্দীন সাইফুল, মিজানুর রহমান,এনামুল হক রানা, জামিল মাহমুদ, সদস্য সচিব আবু হানিফা, হাফেজ আতোয়ার হোসেন, ইদ্রিস আলী,রশিদুল ইসলাম রিপন,আহসান হাবীব পল্টু, ফরিদুল ইসলাম, আহসান হাবীব তুহিন,কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস ছালাম, সাদ্দাম হোসেন,আইয়ুব হোসেন, আত্তাব হোসেন,জাবেদ আলী, মিফতাহুল প্রমুখ।মাদরাসা ও স্কুল পর্যায়ে ৪র্থ শ্রেনি থেকে ৯ম শ্রেনি পর্যন্ত দুটি পরিক্ষা কেন্দ্রে মোট ৯৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি