শুক্রবার, ০৩ জানুয়ারী, ২০২৫
05 Jan 2025 08:15 pm
৭১ভিশন ডেস্ক:- চিটাগং কিংসকে হারিয়ে বিপিএলে শুভসূচনা পেয়েছিল খুলনা টাইগার্স।দ্বিতীয় ম্যাচে ঢাকার বিপক্ষ আগে ব্যাট করতে শুরুটাও করেছিল দুর্দান্ত।কিন্তু পাওয়ার পর ছন্দ হারায় মিরাজ-আফিফরা।তবে শেষ পর্যন্ত লড়াই করে ঢাকাকে ১৭৪ রানের লক্ষ্য দিয়েছে খুলনা।
শুক্রবার (৩ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে খুলনাকে দুর্দান্ত শুরু এনেদেন মোহাম্মদ নাঈম ও উইলিয়াম বোসিসটো।দুজনের ব্যাট থেকে আসে ৪৯ রান।তবে ইনিংস বড় করতে পারেননি নাঈম। ১৭ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন তিনি।
এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আফিফ হাসান।২ বলে ১ রান করে লেগ বিফোরে কাটা পড়েন তিনি।এরপর মিরাজ (৮) ও মোহাম্মদ নেওয়াজ ৫ রান করে আউট হলে পিচে নিজেকে ধরে রাখতে পারেননি বোসিসটোও। ২৮ বলে ২৬ রান করেন এই অজি ব্যাটার।
এতে দলীয় ৯৩ রানে ৬ উইকেট হারায় খুলনা। এরপর খুলনা শিবিরে হাল ধরার চেষ্টা করেন মাহিদুল ইসলাম অঙ্কন ও জিয়াউর রহমান।তবে ইনিংস বড় করতে পারেননি কেউই। জিয়াউর ২২ রানে এবং ৩২ রান করে ফেরেন অঙ্কন।
শেষ দিকে নাসুমের ৪ বলে ৯ রান এবং আবু হায়দার রনির ৮ বলের ২১ রানের ক্যামিওতে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রানের লড়াকু পুঁজি পায় খুলনা।ঢাকা ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন ডি সিলভা।আবু জায়েদ রাহি,মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম, রনঞ্জি,আলাউদ্দিন বাবু ও থিসারা পেরেরা একটি করে উইকেট নেন।