রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
08 Jan 2025 05:15 am
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি)বঙ্গবন্ধু মেমোরিয়াল উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সহযোগিতা ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,। উপজেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি'র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আশিয়ার রহমান মাষ্টার, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল প্রমুখ।
এসময় একাডেমিক সুপারভাইজার সাদেকুল বারীসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুলের শিক্ষক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, ১২টি ইভেন্টে প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।