বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
07 Jan 2025 02:42 pm
আসাদ সবুজ, বরগুনাঃ বরগুনার আমতলীতে একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। এ সময় অনৈতিক কাজে জড়িত চার নারী ও ছয় পুরুষ সহ ১০ জনকে আটক করে ডিবি পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে আমতলী পুরাতন লঞ্চঘাটে অবস্থিত ইসলামিয়া আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম খান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বরগুনা জেলার আমতলী পুরাতন লঞ্চঘাটের ইসলামিয়া আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অনৈতিক কাজে জড়িত ১০ জনকে আটক করা হয়। তিনি আরও জানান, আটকদের আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে কারাগারে পাঠানো হবে।
এর আগে ২০২২ সালের ১৪ মার্চ হোটেলটিতে অভিযান পরিচালনা করে চার নারীকে আটক করা হয়েছিল। সেই অভিযানের কয়েকদিনের মধ্যেই পুনঃরায় হোটেলটিতে যৌনব্যবসা শুরু করে।