রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
16 Dec 2024 09:31 pm
খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ৪শ পিস ইয়াবা এবং দেড় কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে। গত শনিবার দিবাগত গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়।
বিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার সকালে জানানো হয়েছে, নগরীর কাউনিয়া থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে ভাটিখানা নিউ হাউজিংয়ের জনৈক জামাল হোসেন কবিরের ভাড়াটিয়ার বাসায় অভিযান চালায়। এ সময় ওই বাসা থেকে ৪শ পিস ইয়াবা সহ নিশাত হাওলাদার (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করে।
অপরদিকে বিএমপি বন্দর থানার একটি দল শনিবার গভীর রাতে দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ সেন্টু হাওলাদার (৩০) নামে একজনকে আটক করে।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় সোপর্দ করে মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।