সোমবার, ০৯ জানুয়ারী, ২০২৩
22 Nov 2024 02:41 pm
মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ বগুড়ার কাহালুতে ১০০ টাকার মূল্যে ২/৩টি লোহার এঙ্গেল চুরির অপরাধে চাতাল মালিক ও তাঁর লোকজনের মারপিটের শিকার পাভেজ (১৪) নামের এক কিশোর মারা গেছে। পারভেজের মৃত্যুর খবর শুনে পালিয়ে গেছে চাতাল মালিক সহ তাঁর লোকজন।সোমবার খবর পেয়ে কাহালু থানা পুলিশ ওই কিশোরের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পারভেজ বগুড়া সদর উপজেলার এরুলিয়ার গ্রামের বেলাল হোসেন রতনের পুত্র। কাহালু থানা পুলিশ সুত্র জানান, পারভেজ ও তাঁর বাবা-মা শেখাহার সাজ্জাদের চাতালের কাছে বসবাস করেন। সম্প্রতি সাজ্জাদের চাতালের চুলার এঙ্গেল চুরি হলে, চুরি দায় স্বীকার করে পারভেজ। দায় স্বীকার করার পর সাজ্জাত ও তাঁর লোকজন গত রোববার পারভেজকে মারপিট করে একটি ঘরে আটকে রাখে। ওইদিন বেলা আড়াইটার দিকে বিষয়টি নিয়ে সাজ্জাদের চাতালে শালিস বসে।
ওই শালিসে জানানো হয় এঙ্গেলগুলো পারভেজ ১”শ টাকায় একটি দোকানে বিক্রি করে। ওই শালিসে বীরকেদার ইউ পি সদস্য যবিবর রহমান যবু পারভেজের কাছ ২ হাজার টাকা জরিমানা আদায় করে সাজ্জাদকে দেন। জরিমানার টাকা দেওয়ার পর পারভেজকে বাড়িতে নিয়ে যান তাঁর পিতা-মাতা। পারভেজের পরিবার থেকে বলা হয়েছে তাঁদের ছেলেকে সাজ্জাদ ও তাঁর লোকজনের মারপিটে বুকে ব্যাথ্য হওয়ায় ঘটনার দিন রাত ১ টার দিকে মারা যায়। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পারভেজের মা পারভীন বেগম বাদীয় হয়ে ৩ জনকে এজাহারভূক্ত সহ আরও ১/২ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।