রবিবার, ০৮ জানুয়ারী, ২০২৩
08 Apr 2025 12:18 pm
![]() |
আদমদীঘি (বগড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে নেশার এ্যাম্পল ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, সান্তাহার ইয়ার্ড কলোনীর আবুল কালামের ছেলে ফিরোজ হোসেন (৩৫) ও রথবাড়ি এলাকার শংকর রবিদাসের ছেলে সুমন ওরফে মন্টু রবিদাস (৩২)। গত রোববার (৮জানুয়ারি) সকালে এদের গ্রেফতার করা হয়। এসব ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত রোববার সকা ৮টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খ সার্কেলের সদস্যরা সান্তাহার ইয়ার্ড কলেনীর আসামী ফিরোজের বাসায় অভিযান চালিয়ে তার খাটের উপড় রাখা ৫ পিস নেশার এ্যাম্পল উদ্ধারসহ তাকে গ্রেফতার করে। একই দিন সকাল ১০টায় সান্তাহার খাড়ির ব্রিজের উপড় থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ সুমন ওরফে মন্টু রবিদাসকে গ্রেফতার করা হয়। দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে বলে অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান।
আবু মুত্তালিব মতি