শুক্রবার, ০৬ জানুয়ারী, ২০২৩
26 Nov 2024 11:45 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে অংশ নেওয়া তিন প্রার্থী জামানত হারিয়েছেন। কাস্টিং ভোটের ৮ শতাংশের কম ভোট পাওয়ায় তারা জামানত হারিয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।তারা হলেন- বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা), স্বতন্ত্রপ্রার্থী সৈয়দ মাহবুবুর রহমান (ট্রাক) ও স্বতন্ত্রপ্রার্থী নাহিদুজ্জামান নিশাত (আপেল)। এর মধ্যে ২৫ ডিসেম্বর বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান নাহিদুজ্জামান নিশাত।নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহামুদ হাসান রিপন (নৌকা) ৭৮ হাজার ২৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী এএইচএম গোলাম শহীদ রঞ্জু ৪৪ হাজার ৯৫০ ভোট পেয়েছেন। বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম পান এক হাজার ৭৯৬ ভোট ও স্বতন্ত্রপ্রার্থী সৈয়দ মো. মাহবুবুর রহমান পেয়েছেন দুই হাজার ৯৫০ ভোট এবং নাহিদুজ্জামান নিশাদ পেয়েছেন এক হাজার ৬৪০ ভোট।
বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এ আসনের সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১৭টি ইউনিয়নের ১৪৫টি ভোটকেন্দ্রের ৯৫২টি বুথে এক লাখ ২৯ হাজার ৬১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এ আসনে তিন লাখ ৩৯ হাজার ৭৪৩ ভোটার। এর মধ্যে সাঘাটা উপজেলায় দুই লাখ ২৫ হাজার ৭০ এবং ফুলছড়ি উপজেলার এক লাখ ১৪ হাজার ৬৭৬ ভোটার।