শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
25 Jan 2025 10:27 am
রসুল খন্দকার,বগুড়া জেলা প্রতিনিধিঃ- বিএনপির রাজনীতি ত্যাগের রাজনীতি।ওয়ান ইলেভেনের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপিই।তাই বিএনপিকে কোন হুমকি ধামকি দিয়ে লাভ হবেনা।দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।বিএনপি শহীদ জিয়ার আদর্শের একটি দল।বাংলাদেশের মধ্য সবচেয়ে বৃহৎ ও জনপ্রিয় এই দল সুষ্ঠু ভোট হলে আবারো ক্ষমতায় যাবে বলে অনেকের ঘুম হচ্ছে না। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি।জনগণ যদি বাংলাদেশকে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই তাহলে অবশ্যই বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতার আসনে বসাবে।এজন্য রাষ্ট্র মেরামতের যে দাবিগুলো উঠেছে সেগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনাদের ভূমিকা রাখতে হবে।
আজ (২৪-০১-২৫) শুক্রবার বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার শহীদ হাফিজার রহমান অডিটোরিয়ামে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এসব কথা বলেন।
এর আগে বেলুন ও শান্তির প্রতীক কবুতর আকাশে উড়িয়ে কর্মশালার শুভ উদ্বোধন করা হয়।শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও বিসিকের চেয়ারম্যান মীর শাহে আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন।আলোচক হিসাবে উপস্থিত ছিলেন গাজিপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. জি.কে.এম মোস্তাফিজুর রহমান ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা: হাসানাত আলী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন,শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহিন,তাহেরুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সদস্য ইমরান আহমেদ,বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। জুলাই বিপ্লবে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থতা কামনা সহ জিয়া পরিবারের সকল সদস্যদের সুস্থতা ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।উক্ত কর্মশালায় শিবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।