শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
25 Jan 2025 10:13 am
রসুল খন্দকার,বগুড়া জেলা প্রতিনিধিঃ- বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার থানা বাসস্ট্যান্ডের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সামনে আজ শুক্রবার রাত্রী আনুমানিক ০৯:১৫ মিনিটে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে।ককটেল বিস্ফোরনের ঘটনায় দল ছুট হয়ে পালায় শতাধিক পথচারী। কিছু সময় পরেই জানা যায় ককটেল বিস্ফোরনে অজ্ঞাত পরিচয়ের ০২জন ব্যাক্তি আহত।
উপস্থিত পথচারীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার জন্য পাঠানোর কারণে নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।ককটেল বিস্ফোরনের পর থেকেই নন্দিগ্রাম থানা বাসস্ট্যান্ডের স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বিষয়টি নন্দীগ্রাম থানার ❝সেকেন্ড অফিসার এসআই নাজমুল❞ জানান,ককটেল বিস্ফোরনের কথা জানতে পেরে ঘটনাস্থলে নন্দীগ্রাম থানার টিম পৌঁছে ০১টি বিস্ফোরিত ককটেল ও ০১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। ঘটনাস্থলে মোট ০২টি ককটেল উদ্ধার করেছে নন্দিগ্রাম থানা পুলিশ।
❝এসআই নাজমুল❞ তার বক্তব্যে আরো জানান, যদি কেউ এ বিষয়ে মামলা বা অভিযোগ করেন সেক্ষেত্রে নন্দিগ্রাম থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।ঘটনাটির সাথে কে বা কাহারা জড়িত এখনো তা জানা যায়নি তবে পুলিশ ঘটনাটির বিষয়ে জানার জন্য চেষ্টা চালাচ্ছে।