শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
25 Jan 2025 10:32 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- জেলার পলাশবাড়ী ২ নং হোসেনপুর ইউনিয়ন মেরিরহাট রামকৃষ্ণপুর গ্রামের সাহিদ হাসান নামক এক যুবক মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত।ঘটনাস্থলে দেখা যায় ক্যান্সারে আক্রান্ত যুবক সাহিদ হাসান চিকিৎসা হীনতায় ভুগছেন।তাহাকে দেখা শোনার মত কেউ নেই।
সাংবাদিকদের প্রশ্নে বলেন,আমার হঠাৎ করেই পেটের নিম্নস্থানে ব্যথা অনুভব হয়।তীব্র ব্যথা অনুভবের কষ্ট সহ্য না কড়াই ডক্টরের কাছে যান।এবং ডাক্তারের পরামর্শে দীর্ঘদিন যাবত মেডিসিন খেয়েও ব্যথা ভালো হচ্ছিল না।তৎক্ষণাৎ রংপুর মেডিকেলে (Andros Copy) তথা চেকআপ করলে দেখা যায় তিনি ক্যান্সারে আক্রান্ত।
এমতা অবস্থায় তার স্ত্রী দুটি কন্যা সন্তান রেখে তালাক দিয়ে চলে যায়।এতটাই অভাব অনটন যে সাহিদ হাসানের বাবা মা শত চেষ্টার পরেও ভালো চিকিৎসা নিতে পারছেন না বলে জানান।
সাহিদ হাসান একজন কৃষকের ছেলে।তার পিতার নাম মোঃ আফছার আলী।সাহিদ হাসান দীর্ঘদিন যাবত ড্রাইভার হিসেবে কাজ করতেন।হঠাৎ অসুস্থ হওয়ায় সেখানেও চাকরি চলে যায় তার।
সবার কাছে দোয়া ও সাহায্য সহযোগিতা চেয়েছেন।তিনি কান্না মাখা চেহারা নিয়ে আরো বলেন, আমাকে বাঁচতে দিন আমি বাঁচতে চাই।
বি দ্রঃ সাহিদ হাসানের একান্তই যোগাযোগ নম্বরঃ ০১৭১০৫৭৮৭৮২ (নগদ)।