বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
25 Jan 2025 05:59 am
সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড়:-পঞ্চগড়ে শীতের তীব্রতা প্রতিনিয়ত বেড়েই চলেছে।মাঘ মাসে বিশেষ করে এ জেলায় দিন দিন শীতের তীব্রতা বৃদ্ধি পেতে শুরু করেছে।উত্তরের হিমেল বাতাসের কারণে তাপমাত্রার পারদ কিছুটা হ্রাস পেয়েছে।অন্যদিকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে পুরো জেলা।তাপমাত্রা ওঠা-নামার মধ্যে রয়েছে।তবে মাঘের প্রথম সপ্তাহে ঘন কুয়াশায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষ।
মঙ্গলবার (২১ জানুয়ারি ) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এর তিন ঘণ্টা আগে সকাল ৬টায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।