মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
25 Jan 2025 06:41 am
মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি (দিনাজপুর) প্রতিবেদক: দিনাজপুরের হিলি রেলস্টেশনের অদূরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম- ঠিকানা পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ (জিআরপি) তার মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার সময় হিলির নওপাড়া নামক স্থানে এঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে হিলি জিআরপি ফাঁড়ীর ইনচার্জ এসআই মোঃ তাজরুল ইসলাম জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে জয়পুরহাট থেকে পার্বতীপুরগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি হিলি রেলস্টেশন অতিক্রম করে। ট্রেনটি ৩ কিলোমিটার যাওয়ার পর নওপাড়ানামক স্থানের কাছে অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেন থেকে পড়ে যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি উদ্ধার করেন। আজ দুপুরে ময়না তদন্তের জন্য মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো তার নাম ঠিকানা পাওয়া যায়নি।