মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
25 Jan 2025 10:18 am
সঞ্জু রায়,বগুড়া:-শহীদ রাষ্ট্রপতি ও বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় ব্লাড ব্যাংকের উদ্বোধন করেছে জেলা ছাত্রদল৷
সাধারণ মানুষদের প্রয়োজনে রক্তদানের সেবা দেয়ার প্রত্যাশায় সোমবার দুপুরে সরকারি আজিজুল হক কলেজে ব্লাড ব্যাংকের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।
এসময় তিনি বলেন,সাধারণ মানুষদের প্রয়োজনে রক্তদানের জন্য বগুড়ার ১২টি উপজেলায় জেলা ছাত্রদলের ২৮টি ইউনিটের সমন্বয়ে এক হাজার নেতাকর্মীর রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে রক্তদাতাদের তালিকা প্রস্তুত করা হয়েছে যারা সাধারণ মানুষের প্রয়োজনে রক্ত দান করবে।
এছাড়াও পুরো কার্যক্রম পরিচালনার জন্য ১৫০ জন ছাত্রদল নেতাকর্মীর সমন্বয়ে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে যারা সার্বক্ষণিক মানবিক কার্যক্রমের পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা করবেন।
জেলা ছাত্রদলের এই নেতা আরো বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বগুড়ার আপামর মানুষের কাছে একটি আবেগ ও ভালোবাসার নাম। তাই তার জন্মবার্ষিকীতে এবছর বগুড়া জেলা ছাত্রদল নানা সৃজনশীল কর্মসূচি বাস্তবায়ন করেছেন যার মাঝে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে হেল্প ডেক্স স্থাপন, বগুড়ার দুটি সরকারি কলেজে রচনা প্রতিযোগিতার আয়োজন,বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন উল্লেখযোগ্য।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও তার নির্দেশনায় সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে সারা বাংলাদেশে বগুড়া জেলা ছাত্রদলকে মডেল সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তারা কাজ করে যাবেন মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে জনমানুষের কল্যাণে ছাত্রদলের এমন উদ্যোগে খুশি সাধারণ শিক্ষার্থীরাও চান ব্লাড ব্যাংকের কর্মসূচির ইতিবাচক ধারাবাহিকতা।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা যথাক্রমে হাবিবুর রহমান হীরা, রাফিউল আল-আমিন,সেলিমুজ্জামান সেলিম, মাহাবুবুর রহমান মুন্না,রাজিবুল ইসলাম শাকিল,নাসিব আল মারফি,অনিক আহমেদ অর্ক,জাকিরুল ইসলাম,রিয়াজ আহমেদ, ইমরুল কায়েস,সাব্বির আহমেদ, রাসেল খান,জিহাদ রহমান, রাকিব হোসেন,মোত্তাকিন খান, আসিফ তালুকদার ইদান,মুরাদ হোসেন, মুহিব হাসান মুগ্ধ, হাবিব রহমান, রাফিউল হায়দার, মিল্লাত দেওয়ান, ওলিউল্লাহ, রেদওয়ানুল ইসলাম আকিব প্রমুখ।