মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
25 Jan 2025 07:06 am
মামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি:- ইন্দুরকানী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহাবুব একসাংবাদিকের সাথে খারাপ আচারন করেন এবং দেখাই য়া দেবে বলে হুমকি দেন।মাহাবুব আরও বলেন,আমি শিরিন আক্তার শিল্পী কে মানসিক প্রতিবন্ধি কার্ড দিবেনা কি করবি বলে জানান।
২০ শে জানুয়ারী সকালে সমাজসেবা অফিসে গিয়ে একটা প্রতিবন্ধি কার্ডের কথা জিঞ্জাস করলে তিনি খারাপ আচারন করেন।শিরিন আক্তার শিল্পী একজন মানসিক প্রতিবন্ধি।তার স্বামী ঃমোঃ মনির মাতুব্বর।তার বাড়ী ৩ নং বালিপাড়া ইউনিয়ের ২ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।কয়েকবার ইন্দুরকানী সমাজসেবা অফিসে কাগজপত্র জমা দেন কিন্তু প্রতিবন্ধি কার্ড হয়না।ইন্দুরকানী সমাজসেবা অফিস এখন টাকা ছাড়া কার্ড হয়না, এবং দালালে জিম্মি।যারা কার্ড পাওয়ার যোগ্য তারা পায়না।
শিরিন আক্তার শিল্পী তিনি ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার ননী গোপাল রায় তিনি মানিসক প্রতিবন্ধি জরিপ ফরমে সই করেন,এবং ৩ নং বালিপাড়া ইউনিয়ের চেয়ারম্যান প্রত্যায়ন পএ দেন।শিরিন আক্তার শিল্পীর স্বামী মোঃ মনির মাতুব্বর বলেন,ইন্দুরকানী সমাজসেবা অফিসার আমার কাছে ১০ হাজার টাকা কার্ড করার জন্য চাইছে।আমি দিতে পারমু না বলে আমার বউর মানসিক প্রতিবন্ধি কার্ড পামু না বলে জানান।আমি আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি বিচার করিও।