সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
25 Jan 2025 07:12 am
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম::- কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তাইজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার সন্ধ্যার পূর্বে রাজারহাট বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা গেছে,নৌকা প্রতিকের চেয়ারম্যান ও বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তাইজুল ইসলাম আওয়ামীলীগের একজন সক্রিয় নেতা ছিলেন।বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফলাফল সীট ঘষামাজা করে নিকটতম প্রার্থী আলমগীর হোসেনের চেয়ে মাত্র ১ভোট বেশি পেয়ে তিনি নির্বাচিত হওয়ার অভিযোগ উঠে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, বিশেষ ক্ষমতা আইনের নাশকতা মামলায় তাইজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।