মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
25 Jan 2025 11:28 am
রাহেল সরকার উজ্জল নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।সপ্তাহে পাঁচ দিন এ কার্যক্রমের আওতায় একজন চাল ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি চাল ক্রয় করতে পারবেন বলে জানায় নবাবগঞ্জ উপজেলা খাদ্য অফিস।
সোমবার সকাল সাড়ে ১১টায় নবাবগঞ্জ উপজেলা মার্কেটে খোলা বাজারে চাল বিক্রি(ওএমএস) কার্যক্রম এর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আনিসুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোফাখ খারুল ইসলাম ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ ওয়াদুদ ও ২ নং বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলাম ফতে ও সাবেক মেম্বার মোঃ রবিউল ইসলাম ও নবাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ মতিয়ার রহমান সহ অন্যান্যরা।