বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
28 Aug 2025 11:57 am
![]() |
এসএম সিরাজ বগুড়া:- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে বুধবার ২৭ আগষ্ট’ ২৫ বেলা ১২ টায় সরকারি আজিজুল হক কলেজ রাস্ট্রবিজ্ঞান অডিটরিয়ামে অনার্স ১ম বর্ষ (২০২২-২৩) সেশনের পরিক্ষার ফলাফলের ভিত্তিতে ১ম, ২য় ও ৩য় মেধা স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ।
সরকারি আজিজুল হক কলেজ সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সেক্রেটারি তামিম হাসান সাকিবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আন্তর্জাতিক ছাত্র ও যুব সংগঠন ইফসু’র সেক্রেটারি জেনারেল সাবেক ছাত্রনেতা প্রফেসর ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল ওয়াহেদ সরকার, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক প্রফেসর টিপু সুলতান। কলেজ ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আবির হোসেন প্রমূখ। অনুষ্ঠানে আজিজুল হক কলেজের ২৩ বিভাগের ৮১ জন মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।