বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
28 Aug 2025 08:45 am
![]() |
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:- গাইবান্ধার পলাশবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক কর্মসূচীর লক্ষ্যে পৌর এলাকার ইমামদের সাথে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী পৌরসভার আয়োজনে বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা পৌরসভা সহায়তা কমিটির সদস্য মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার।
এসময় অন্যান্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন উপজেলা শাখার কর্মকর্তাবৃন্দ ছাড়াও পৌর এলাকার জামে মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
সভায় পৌর প্রশাসক মো. আল-ইয়াসা রহমান তাপাদার জানান, পৌরসভা সহায়তা কমিটির সদস্যবৃন্দ আগামী শুক্রবার হতে পৌর এলাকার মজসিদে-মসজিদে গিয়ে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত নানা দিক-নির্দেশনামূলক আলোচনা করা হবে। পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অব্যাহত থাকবে।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়গুলো মধ্যে হচ্ছে জানুয়ারি হতে ডিসেম্বর, মশক নিধন বছরভর; তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন; ডেঙ্গু নিধনে সোচ্চার, রাখবো নিজের আঙ্গিনা পরিস্কার; পরিচ্ছন্ন পরিবেশে ডেঙ্গুমুক্ত জীবনের শর্ত; আসুন সকলে মিলে করি প্রতিরোধ ডেঙ্গু, প্রতিরোধে রাখব পরিচ্ছন্নতা; সকলে মিলে হয়েছি এক, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ।