বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
28 Aug 2025 02:10 pm
![]() |
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় ভূমিসেবা ব্যবস্থাপনাকে জনগণের আরও কাছে ও সহজসাধ্য করার লক্ষ্যে উপজেলা ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ২৭ আগষ্ট বুধবার বিকিলে ভূমি অফিসের সামনে এ কেন্দ্রের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হাবিবুর রহমান। এ সময় তিনি বলেন, ভূমি সহায়তা কেন্দ্র চালুর মাধ্যমে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় সেবা সহজে ও দ্রত পাবে। সরকারের লক্ষ্য হচ্ছে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ভূমি সংক্রান্ত জটিলতা হ্রাস করা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিক খান, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, উপজেলা সমাজসেবা অফিসার ওবায়দুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম ও সার্ভেয়ার দুলালসহ আন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অতিথিরা উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়য়ে প্রতিবন্ধিদের মাছে হুইল চেয়ার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে খেলার সামগ্রী বিতরণ, ভূমি অফিস, মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়, মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিস এবং ভাদড়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি চলমান কার্যক্রমের অগ্রগতি, সেবার মান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।
উপজেলা নির্বাহী অফিসার আশিক খান জানান, এ সেন্টারের মাধ্যমে নাগরিকরা জমির খতিয়ান, নামজারি, ভূমি সংক্রান্ত অভিযোগ ও তথ্য সেবাসহ বিভিন্ন কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে পাবেন।
ভাদড়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হাবিবুর রহমান প্রকল্পে বসবাসরত সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।