সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
26 Aug 2025 03:07 am
![]() |
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:- গাইবান্ধার পলাশবাড়ীতে রাতের আঁধারে দোকানের তালা ভেঙ্গে, টাকা,জমির দলিল,মামলার নথিপত্র ও দোকানের মালামাল চুরি হয়েছে।ঘটনাটি ঘটেছে মহদীপুর ইউনিয়নের গড়েয়া গ্রামে।
সরেজমিনে গিয়ে জানা যায় গড়েয়া গ্রামের মৃত-মোফাজ্জাল হোসেনের পুত্র মাহিদুল ইসলাম বাড়ীতেই দীর্ঘ দিন থেকে মুদি দোকানের ব্যবসা করে আসছেন।
গত ২৩ আগষ্ট শনিবার রাতে প্রতিদিনের ন্যায় দোকানদারি শেষে বাড়ীতে যান। পরেদিন সকালে দোকান এসে দেখেন দোকানের তালা ভাঙ্গা,বাক্সে রাখা ৩০ হাজার টাকা ও জমির দলিল সহ মামলার নথিপত্র নেই।সব কিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মাহিদুল ইসলাম।তিনি বলেন পূর্ব শক্রতার জেরে কিছুদিন আগে আমার বাড়ীতে কে বা কাহারা আগুন লাগিয়েছিলো।আমার জমি-জমা নিয়েও আদালতে মামলা চলমান আছে।আমাকে উচ্ছেদ করার জন্য কিছু লোক শত্রুতা করে আমার এত ক্ষয়-ক্ষতি করছে। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।
এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারটি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।