মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
26 Aug 2025 05:45 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে ভূ-সম্পতি বিভাগ।সোমবার (২৫ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সান্তাহার রেলওয়ের বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানে সান্তাহার রেলক্রসিং এলাকাসহ অন্য এলাকায় প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বর্ধিত অংশ ভেঙ্গে ফেলা হয়েছে। রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় ভূ-সম্পতি অফিসার (ডিইও) আরিফুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযানে সহযোগীতা করেন, বগুড়া জেলার সহকারি কমিশনার পাসওয়ার তানজামুল ইসলাম, সান্তাহার স্টেশনের স্টেশন মাস্টার খাদিজা বেগম, কানুনগো মনোয়ার হোসেন।
জানা যায়,সান্তাহার রেলওয়ে স্টেশন, রেলগেটসহ রেলওয়ের জায়গায় গড়ে উঠেছিল অবৈধ স্থাপনা। এই অবৈধ স্থাপনা থাকায় কিছু দিন পুর্বে রেলগেটে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহি এক প্রকৌশলী নিহত হন। এরপর টনক নড়ে রেলওয়ে কৃর্তপক্ষের।এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য কয়েক দিন পুর্বে নোটিশ দেন রেলওয়ে কতৃপক্ষ। অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় গতকাল সোমবার সকাল থেকে দুপুর থেকে এই উচ্ছেদ অভিযানে সেনাবাহিনী, রেলওয়ে থানার পুলিশ, রেলওয়ে নিরাপত্তাবাহিনী, বিদ্যুৎ বিভাগসহ রেলওয়ের বিভিন্ন বিভাগের জনবলের অংশ গ্রহনে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এদিকে উচ্ছেদ নিয়ে শহরের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার কয়েকজন বাসিন্দা বলেন, ব্যাপক ঢাকঢোল পিটিয়ে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও রেলক্রসিংয়ের ভিতরে থাকা অবৈধ ব্যবসায়ীরা গত রোববার রাতেই অবৈধ দখলকারিরা তাদের স্থাপনা নিজ উদ্যেগে সরিয়ে নেন।এ কারনে সেখানে কোন উচ্ছেদ পরিচালনা করতে হয়নি।পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় অনেক অবৈধ স্থাপনা এখনও রয়েছে সে গুলো উচ্ছেদ করা হয়নি। অপরদিকে উচ্ছেদ অভিযান টিম যাবার পর পুনরায় সেখানে স্থাপনা বসানো হয়ে থাকে যা ইতিপুর্বে ঘটেছিল। সান্তাহারের গুরুত্বপুর্ন রেলগেট এলাকায় তারা স্থায়ী ভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কড়া নজরদারি রাখার দাবী জানিয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি