সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
18 Aug 2025 11:09 pm
![]() |
যোবায়ের হোসাইন, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় শেরপুর উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশিক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, শেরপুর ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সফল মৎস্যচাষী হিসেবে আকরাম হোসাইন, সামিউল ইসলাম, মাসুদ সহ স্থানীয় বেশ কয়েকজন মৎস্যচাষীকে পুরস্কার ও পদক প্রদান করা হয়।
বক্তারা বলেন, দেশি মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। আধুনিক প্রযুক্তি, সঠিক পরিচর্যা ও নিয়মিত পরামর্শ গ্রহণ করলে মৎস্য খাতে বিপ্লব ঘটানো সম্ভব হবে।