সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
18 Aug 2025 11:09 pm
![]() |
যোবায়ের হোসাইন, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে আমিনপুর শহীদ মিজানিয়া দাখিল মাদ্রাসার এড-হক ম্যানেজিং কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে। ১৮ আগষ্ট সোমবার দুপুরে এ্যাডহক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন এড-হক কমিটি দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের শিক্ষা-সংশ্লিষ্ট উন্নয়ন, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা ও শিক্ষার্থীদের মানসম্মত আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট এসএম আবুল কালাম আজাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা আবু সাইদ, ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজির উদ্দিন, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শাহজাহান আলী ও শিক্ষক সদস্য উম্মে সালমা, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মন্ডল, এসএম তাসনিম আজাদ সোহান, সামিউল আলম তুষার নওয়াব আলী, সামস আরাফাত শিশির, আব্দুল হাই সিদ্দিকী, আক্তার হোসেন, প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রভাষক আবু জাফর, প্রভাষক তৌহিদ ইসলাম ও ছাত্রনেতা মেহেদী হাসান পাপ্পুসহ শিক্ষক শিক্ষিা ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।।
১১ আগস্ট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার্ড (প্রশাসন) প্রফেসর সালে আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই এ্যাডহক কমিটির অনুমোদন প্রদান করে।