রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
19 Aug 2025 01:37 am
![]() |
প্রেস বিজ্ঞপ্তি:- আজ ১৬ আগস্ট ২০২৫, শনিবার, বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে "জুলাই
গণঅভ্যূত্থানের প্রত্যাশা ও আগামী নির্বাচন" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ফ্যাসিবাদ বিরোধী সাহসী কন্ঠস্বর জনাব রেজা কিবরিয়া। সভায় সভাপতিত্ব করেন জনতা পার্টি বাংলাদেশ- জেপিবি'র নির্বাহী চেয়ারম্যান জনাব গোলাম সারোয়ার মিলন।
প্রধান অতিথির বক্তব্যে ড. রেজা কিবরিয়া বলেন, জুলাই অভ্যূত্থানের মাধ্যমে আমরা আমাদের কথা বলার সাহস পেয়েছি।হাসিনার আমলে আমরা কথা বলতে পারতাম না।এনজিও এবং চট্টগ্রামের লোক দিয়ে ড. ইউনুস সরকার করেছে। আমি এই সরকার কে সমর্থন করি না।বিপ্লবের পথ আমরা হারিয়ে ফেলেছি। আমি ভাবিনি শেখ হাসিনার পর এমন একটা সরকার আসবে। তারা দেশের গুরুত্বপূর্ণ একটি বছর নষ্ট করেছে।অন্তর্বর্তী সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেয়া সম্ভব নয়।
সভাপতির বক্তব্যে জনাব গোলাম সারোয়ার মিলন বলেন, আমরা রাষ্ট্রে রাজনৈতিক নয় জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে চাই। আর কয়টা গণঅভ্যুত্থান হলে দেশ ভালো ভাবে চলবে? আমরা স্বৈরাচারের বিচার চাই। স্বৈরাচার বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জুলাই গণঅভ্যূত্থানের দায় দেনা শোধ না করে যেন-তেন নির্বাচন চাই না। তিনি আরো বলেন, ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং এর আইনী ভিত্তি থাকতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে জাতীয় নির্বাচন দিতে হবে।
জেপিবি'র মহাসচিব শওকত মাহমুদ বলেন, প্রশ্ন উঠেছে ইউনুস সরকার বিএনপি'র দিকে ঝুঁকে নিজেদের সেফ এক্সিট খুঁজছে কিংবা সরকারকে কিছু প্রশ্নের জবাব দিতে হবে, যাদের দ্বারা ড. ইউনুস সরকারে বসেছেন জুলাই সনদ ঘোষনার দিন তারা কেন উপস্থিত ছিলো না? বাংলাদেশ কি আগের পথে ফিরে যাবে?
তিনি আরো বলেন, তাকে কিছু মৌলিক সংস্কার অবশ্যই করে যেতে হবে। নির্বাচন কমিশনের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।
মুসলিম লীগের সভাপতি মহসীন রশিদ বলেন, ইউনুস সাহেব একটি এনজিও সরকার প্রতিষ্ঠা করেছে। উনি নোবেল পুরস্কার ডিজার্ভ করে না। আমি আগেই জানতাম এই সরকার ফেল করবে।
উপদেষ্টা শাহ মো. আবু জাফর বলেন, বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য জনতা পার্টি প্রতিষ্ঠা হয়েছে। আমাদের যে কোন সংকট মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে।
যুগ্ম মহাসচিব রফিকুল হক তালুকদার রাজা'র সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি'র নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক, জাতীয় সংস্কার জোটের আহবায়ক মেজর (অব.) আমীন আহমেদ আফসারী, এনডিপি'র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, জেপিবি'র ভাইস চেয়ারম্যান সিনিয়র এড. এবিএম ওয়ালিউর রহমান খান, এড. মো. আব্দুল্লাহ্, রেহানা সালাম, এম এ ইউসুফ, মেজর (অব.) ইমরান, সৈয়দা আজিজুন নাহার, সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ আসাদুজ্জামান, সমন্বয়কারী জনাব নুরুল কাদের সোহেল প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা মো. মোজাম্মেল হক, যুগ্ম মহাসচিব ইকবাল কবীর, শিউলী সুলতানা রুবী, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, শাজাহান প্রধান, জেসমিন আক্তার, ডা: মাসুদুজ্জামান, পারুল সরকার লিনা, দপ্তর সম্পাদক মৃধা মো. আল আমিন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এড. জাহাঙ্গীর, শিক্ষা বিষয়ক সম্পাদক বশির আহমেদ, সদস্য, আসমা আক্তার, এস কে রোমা প্রমুখ।
বার্তা প্রেরক,মোঃ আল-আমিন,মৃধা মো. আল আমিন,দপ্তর সম্পাদক,জনতা পার্টি বাংলাদেশ