সোমবার, ১১ আগস্ট, ২০২৫
19 Aug 2025 01:29 am
![]() |
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ- রংপুর জেলার পীরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের বøক বাঁধের কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, কাজের গুণগত মান খারাপ এবং যথাযথভাবে ডাম্পিং না করার কারণে বøকে এ রকম ধ্বসের ঘটনা ঘটেছে।
স্থানীয়দের অভিযোগ, কাজের মনিটরিং দুর্বল এবং যথাযথ ডাম্পিং না করে এবং বৃষ্টির মধ্যে বøক বসানোয় এমন ঘটনা ঘটেছে। পানি উন্নয়ন বোর্ড এর মাধ্যমে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার নদীর তীর সংরক্ষণ, খাল-বিল পুনঃখনন ও জলাবদ্ধতা নিরসন (১ সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় প্রতিরক্ষা/আঁখি -৩৯ ও আইডি নং ৯১৭৮৭৮ প্যাকেজ এর মাধ্যমে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা চতরা ইউনিয়নের আখিরা শাখা নদীর উভয়তীরে ৮০০ মিটার নদীতীর প্রতিরক্ষা কাজ চলছে। যেখানে কাজের প্রাক্কলিক মূল্য ধরা হয়েছে ৫,৯৮,১৬,৩৮৫.৭৬২ টাকা এবং কাজের চুক্তি মূল্য ধরা হয়েছে ৫,৩৮,৩৪,৭৪৭.১৮৬ টাকা।ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স রবার্টসনগঞ্জ আলমনগর এর ম্যানেজার শ্যামল বলেন নদীতে অতিরিক্ত পানির চাপের কারনে বাঁধের কিছু অংশ ধসে গিয়েছে। নদীর পানি কমলে তা মেরামত করে দেওয়া হবে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক এসিস্ট্যান্ট নূর আলম বলেন বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। প্রকল্পের কাজ চলমান থাকায় দায়িত্ব তাদের।এ ব্যাপারে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি