বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫
22 Aug 2025 01:33 am
![]() |
জুলাই গণঅভ্যূত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বগুড়ায় বিএনপির বিজয় র্যালিতে অংশ নেয় জাতীয়তাবাদী তৃনমূল দলের নেতাকর্মীরা।
বুধবার বিকেলে শহরের নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয় হতে র্যালিটি বের হয়ে আলতাফুন্নেছা খেলা মাঠে গিয়ে মূল র্যালিতে যোগ দেয়।এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তৃনমূল দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলার সভাপতি মোঃ আব্দুল বারী,যুগ্ম সাধারণ সম্পাদক আজম,মাসুদুর রহমান মোল্লা, হোসেন আলী,শহর শাখার সভাপতি আব্দুস সোবহান শেখ, সোনাতলা উপজেলার সভাপতি জাহিদুল ইসলাম, থানার সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বগুড়ার ১নং ওয়ার্ড তৃনমূল দলের সভাপতি মোঃ ইমরান মোল্লা,৫নং ওয়ার্ডের সভাপতি দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল করিম, ১৬নং ওয়ার্ডের সভাপতি বাদশা মিয়া, ১৯নং ওয়ার্ডের সভাপতি আব্দুল গনি, বন্দর কমিটির সভাপতি আব্দুল মান্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।