সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
19 Aug 2025 04:14 am
![]() |
সঞ্জু রায়,বগুড়া:-বগুড়া শহরের ছোট কুমিড়ায় বারকি খাল থেকে ৬ টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে৷ রবিবার দুপুর ২ টার দিকে এক যুবক মাছ ধরতে গিয়ে প্রথমে ৪টি গ্রেনেড দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে বিকেলে প্রথমে ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনার সত্যতা পেয়ে সেনাবাহিনী কে খবর দেয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে এলাকাটি ঘিরে তল্লাশি শুরু করলে উদ্ধার হয় আরো ২টি গ্রেণেড।
তাৎক্ষণিকভাবে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির জানায়, ঘটনাস্থলে সেনাবাহিনীর বোম ডিস্পোজাল টিমের বিশেষজ্ঞরা আসবে। এরপর উদ্ধার হওয়া হ্যান্ড গ্রেনেড সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।গ্রেনেডগুলো সক্রিয় আছে কি'না সেটিও তারা এখনো নিশ্চিত নন।
এদিকে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ঘটনাস্থলে বগুড়া ক্যান্টনমেন্ট এর ইঞ্জিনিয়ার্স কোরের বোম ডিস্পোজাল টিম পৌঁছায় এবং পুরো এলাকা ঘিরে নিয়ে তারা গ্রেনেডগুলো ভালোভাবে যাচাই-বাছাই শুরু করেন।এরপর আনুমানিক পৌনে আটটার দিকে এলাকাবাসীসহ সকলকে নিরাপদ দূরত্বে পাঠিয়ে বিকট শব্দে গ্রেনেডগুলো বিস্ফোরণ ঘটিয়ে নষ্ট করা হয়। প্রাথমিকভাবে গ্রেণেডগুলো খুব বেশি পুরাতন নয় মর্মেই নিশ্চিত হওয়া যায় কারণ প্রতিটি গ্রেনেড বিস্ফোরিত হয়েছে নতুন ও তাজা বিস্ফোরকের মতোই।