সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
19 Aug 2025 04:09 am
![]() |
নাজমুল হক নাহিদ,আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে মনিরুল ইসলাম (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৭ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে আত্রাই রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে রামপুর বটতলী ব্রিজের পূর্বপাশে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মনিরুল স্থায়ীভাবে বগুড়ার দুপচাচিয়ার বাসিন্দা হলেও ছোটবেলা থেকে আত্রাইয়ের আমপুর গ্রামে তার নানার বাড়িতে বেড়ে ওঠেন।
ঘটনার সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রামপুর এলাকার রেলক্রসিং অতিক্রম করার সময় মনিরুল ট্রেনের ধাক্কায় কাটা পড়ে মৃত্যুবরণ করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাষ্টার মো. ওহিদুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এই ঘটনা সম্পর্কে আমার কোনো জানা নেই এবং এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আমাকে কেউ খবর দেয়নি। বলেই তিনি ফোনটি কেটে দেন।
নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মনিরুল কর্মসংস্থানের সন্ধানে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তবে কীভাবে তিনি রেললাইনে উঠেছিলেন বা দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমানের সাথে হলে তিনি জানান, ট্রেনে কাটা পড়ে এর যুবকের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করে পরিবারের কোনো দাবি না থাকায় নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে