বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
01 Aug 2025 04:42 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ১০ কেজি গাঁজাসহ ট্রেন যাত্রী তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১ টায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৩ নং প্লাটফর্মে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো, কুড়িগ্রাম সদরের নতুন রেল স্টেশন এলাকার এনামুল হকের স্ত্রী কলি বেগম (২৭) একই জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর কলেজ মোড় এলাকার রশিদ মিয়ার মেয়ে মিম আক্তার (১৯) ও শরীয়তপুর জেলার গোসাইর উপজেলার মাছুয়া খালী গ্রামের রুনু মাতব্বরের মেয়ে লামিয়া (২১)।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে মাদকের চালান যাচ্ছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১ টার দিকে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ৩ নং প্লাটফর্মে ট্রেনটি পৌঁছালে ওই ট্রেনে অভিযান চালানো হয়।অভিযান কালে ট্রেনের ছ বগির ৫৭, ৫৮, ৫৯ সিটে যাত্রীবেসে বসে থাকা ৩ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছে থাকা দুটি স্কুল ব্যাগের ভিতর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়।