মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
29 Jul 2025 02:11 pm
![]() |
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:-কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পালিত হলো ‘জুলাই বিপ্লব’-এর প্রথম বর্ষপূর্তি। সোমবার, (২৮ জুলাই) ২০২৫ সকাল ১০টায় আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী পরিচ্ছন্নতা কর্মসূচি ও স্মরণ সভা। এতে অংশ নেন স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
‘আমার চোখে জুলাই বিপ্লব’ শিরোনামের এই আয়োজনে বক্তারা ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, ওই বিপ্লব ছিল গণতন্ত্র ও সামাজিক ন্যায়ের পথে তারুণ্যের সাহসী পদক্ষেপ। শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও আশেপাশের এলাকা পরিচ্ছন্ন করেন অংশগ্রহণকারীরা। এতে শুধু পরিবেশ সচেতনতা নয়, সমাজে স্বেচ্ছাশ্রম ও অংশগ্রহণমূলক নাগরিক দায়িত্ব পালনের গুরুত্বও সামনে উঠে আসে।কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান বলেন, “২০২৪ সালের জুলাই বিপ্লব ছিল নতুন প্রজন্মের জাগরণের প্রতীক। তরুণদের ভূমিকা আমাদের নতুন আশার দিগন্ত উন্মোচন করেছে।”
আয়োজনটি বাস্তবায়ন করে জেলা পরিষদ, কুড়িগ্রাম ও স্থানীয় সরকার বিভাগ। আয়োজকদের ভাষ্যে, ‘জুলাই বিপ্লব’ স্মরণে এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা, সামাজিক দায়বদ্ধতা এবং দেশপ্রেম জাগিয়ে তোলা।