মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
29 Jul 2025 11:52 am
![]() |
আমতলী (বরগুনা) প্রতিনিধি:-আমতলীতে ২০২২-২৩ শিক্ষা বর্ষের সেরা ফলাফল অর্জনকারী এবং বৃত্তিপ্রাপ্ত ৪০ জন মেধাবী শিক্ষার্থীদেরক সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়েছে।পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (এসইডিপি) প্রোগ্রামের আওতায় আমতলী উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সোমবার সকালে এ সংবর্দনা ও সনদ প্রদান করে।
আমতলী মফিজ উদ্দিন বালক মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. জামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভঅয় প্রধান অতিথির বক্ব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত) মো. জিয়াদ হাসান, বকুল নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি আকতার, আমতলী সরকারী একে হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বজলুর রহমান, সুপার মাওলানা মো. আবু তাহের, সাংবাদিক জাকির হোসেন ও শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম। সভা শেষে কৃত্তি শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।