মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
29 Jul 2025 10:48 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- জনরোষের মুখে তরাত কাশেম নামের এক ভুয়া আইডিধারী দুর্বৃত্ত করাত কাশেম মওদুদকে তাকে আটক করা হয় ।২৮ জুলাই সোমবার বিকালে একাধিক ভুক্তভুগী তাকে প্রমানসহ তাকে আটক করেনে।
জানা যায়, টার্গেট করে সমাজের বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে করাত কাশেম নামের একটি আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট করেন ও ২০টির মত ফেইক আইডি দিয়ে যোগাযোগ মাধ্যম ভাইরাল করেন। সেই আলোচিত সমালোচিত মওদুদ অবশেষে ভুক্তভুগি জনতার হাতে আটক হয়েছেন।
উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ানের লোকমানপুর গ্রামের পিতা-মাতার ত্যাজ্যপুত্র হিসেবে পরিচিত মওদুদ। একসময় রাজনীতিতে সক্রিয় থাকলেও কোনো দলেই স্থীর হতে পারেননি। শিবির, বিএনপি এবং জামায়াতে নাম লিখিয়েও প্রত্যাখ্যাত হয়ে তিনি বেছে নেন ভিন্ন পথ – দুর্বৃত্তায়ন।
এলাকাবাসী জানান, মওদুদের মূল লক্ষ্য ছিল স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী এবং তরুণ নেতৃত্বদের নিয়ে ভিত্তিহীন ও মানহানিকর তথ্য ছড়িয়ে মানসিক নির্যাতন করা।
এমন কর্মকান্ডে তিনি এক প্রকার বিকৃত আনন্দ পেতেন বলে অভিযোগ রয়েছে। তবে তার এই অপকর্মের পরিণতি যে ভয়াবহ হতে পারে, তা হয়তো তিনি অনুধাবন করতে পারেননি।তার এই আটকের খবরে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছেন।মওদুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।করাত কাশেম আইডির মালিক মওদুদ সাংবাদিকদের জানান,টাকার বিনিময়ে কোনো প্রকার তথ্য যাচাই-বাছাই ছাড়াই প্রচার করতো। বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত থাকারও প্রমাণ মিলেছে।
বিএনপি এবং জামায়াতের একাধিক নেতা তাকে ব্যক্তিগত স্বার্থ রক্ষায় ব্যবহার করতো বলেও সে স্বীকার করেছে।অনেকের কাছে চাঁদা দাবি করার পর সেই চাঁদার টাকা প্রদান না করলেও এই মওদূদ তার বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করতো।২০১৩/১৪ সালে পুলিশের সোর্স হিসেবে কাজ করে এই মওদূদ জামায়াত-বিএনপি'র একাধিক নেতাকে গ্রেফতার করার ব্যাপারে সহযোগিতা করেছিলো।