সোমবার, ২৮ জুলাই, ২০২৫
02 Aug 2025 06:26 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে এক হিন্দু পরিবারের গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করার পর নির্জন স্থানে নিয়ে জবাই করে মাংস নিয়ে গেছে চোরচক্র।শনিবার দিবাগত রাতে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম হিন্দুপাড়ায় এই চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে আদমদীঘির ছাতিয়ানগ্রাম হিন্দুপাড়ার জনৈক নীলকন্ডু বসাক তার বাড়িতে লাল কালো রংয়ের একটি গাভী গরু গোয়াল ঘরে রেখে তালা দিয়ে সান্তাহার বাসায় যান। এবং সেখানে একজন নাইট গার্ডকে রেখে যান। পরদিন রবিবার সকালে দেখতে পান গোয়াল ঘরের তালা ভাঙ্গা গরুটি নেই।
এরপর খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির বেশ কিছু দুরে একটি নির্জন জঙ্গলে গরুর চামড়া পড়ে রয়েছে। ওই চামড়া দেখে গরুটি শনাক্ত করেন। তাদের ধারনা চোরচক্র গরুটি চুরি করে ওই জঙ্গলে নিয়ে জবাই করে মাংস নিয়ে যায়। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ করা হয়নি।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি