শনিবার, ০২ আগস্ট, ২০২৫
02 Aug 2025 02:09 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডের শীর্ষস্থানীয় তারকা হয়েও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বাদ পাননি শাহরুখ খান। অবশেষে ৩৩ বছরের সেই খরা কাটল। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি—যুগ্মভাবে।
শুক্রবার (১ আগস্ট) নয়াদিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে।
শাহরুখের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বিক্রান্ত ম্যাসি, যিনি অভিনয় করেছেন ‘টুয়েলভথ ফেল’ সিনেমায়। দুই তারকার জন্যই এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখা শাহরুখ খানের ক্যারিয়ারে রয়েছে ডর, বাজিগর, দিল সে, কুছ কুছ হোতা হ্যায়, দেবদাস, মাই নেম ইজ খান, চাক দে ইন্ডিয়া-র মতো সুপারহিট সিনেমা। তবু জাতীয় পুরস্কার থেকে ছিলেন বঞ্চিত।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে দুর্দান্ত অভিনয় করে প্রশংসিত হন তিনি। একই বছরে মুক্তি পায় ‘পাঠান’ ও ‘ডানকি’, দুটি সিনেমাই বক্স অফিসে সফল।
আরও যারা পুরস্কার পেয়েছেন:
সেরা অভিনেত্রী: রানী মুখার্জি – মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে
সেরা সিনেমা: টুয়েলভথ ফেল
সেরা পরিচালক: সুদীপ্ত সেন – দ্য কেরালা স্টোরি
সেরা হিন্দি ফিচার ফিল্ম: কাঁঠাল