রবিবার, ০৮ জানুয়ারী, ২০২৩
02 Apr 2025 04:52 am
![]() |
ট্রফি উন্মোচনের দিন নাসিরকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন: ‘গত আসরে আপনি দল পাননি, এবার দল পেয়েই অধিনায়ক হলেন।’ এ সম্পর্কে আপনার অনুভূতি কী। এ প্রশ্ন শুনে কিছুটা রেগে যান নাসির।
জবাবে তিনি বলেছিলেন, ‘আপনি কে ভাই! সাংবাদিক আপনি, মিডিয়ার? ঠিক আছে, আপনার প্রশ্ন বলেন।’ এরপর সাংবাদিকের কথা শেষে নাসির বলেন, ‘আমার খুব সুন্দর লাগছে। ওয়াও ফিলিংস, ক্যাপ্টেন আমি যেহেতু।’
খুলনার বিপক্ষে জয় পেয়ে সংবাদ সম্মলনে নাসির বলেন, ‘আমি দুঃখিত। কোথায় সে ভাই? আমি আসলে ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না। হয়তো মিরপুরে অনেক দিন ঢুকি না বলেই! তার জন্য ব্যক্তিগতভাবে আমি দুঃখিত। আপনি কিছু মনে কইরেন না। আমি আন্তরিকভাবে দুঃখিত।’
প্রসঙ্গত, খুলনার বিপক্ষে জয়ে অধিনায়কের মতোই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নাসির। বল হাতে ২৯ রানে ২ উইকেট নেয়ার পর ব্যাট হাতে অপরাজিত ৩৬ রান করে দলের জয় নিশ্চিত করেছেন তিনি। ঢাকার জয় ৬ উইকেটে।