শনিবার, ২৬ জুলাই, ২০২৫
28 Jul 2025 04:35 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি গ্যারেজ থেকে হাইচ মাইক্রো গাড়ি চুরির ঘটনা ঘটেছে।শুক্রবার (২৫ জুলাই) ভোর ৫টার দিকে সান্তাহার বশিপুর শখের পল্লীর গেট সংলগ্ন খোলা টিনসেড গ্যারেজে এ চুরির ঘটনা ঘটে।
এ ব্যাপারে মাইক্রোর মালিক নওগাঁ সদরের এনায়েতপুর গ্রামের আহসান আলীর ছেলে আলামিন ওরফে আমিন মোল্লা আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত ৩ জুলাই আদমদীঘি সদরের একটি গ্যারেজ থেকে ঢাকা মেট্রো চ- ১৫-০৪৪৭ নম্বর একটি নোহা মাইক্রো চুরি হলে গত ২৩ জুলাই থানা পুলিশ ফরিদপুর থেকে উদ্ধার করে মালিককে বুঝে দেন।
চুরি যাওয়া মাইক্রোর মালিক আলামিন ওরফে আমিন মোল্লা জানান, তার ঢাকা মেট্রো-চ-১৩-৯৩৬০ নম্বর হাইচ মাইক্রো গাড়িটি প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বগুড়া-নওগাঁ সড়কের আদমদীঘির সান্তাহার বশিপুর শখের পল্লী গেট সংলগ্ন স্থানে একটি টিনসেড গ্যারেজে মাইক্রোটি রেখে বাড়ি যান। পরদিন শুক্রবার ভোরে গ্যারেজে এসে দেখতে পান ওই গ্যারেজ থেকে তার উল্লেখিত নম্বরের মাইক্রেটি চুরি গেছে।এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনা তদন্তকারি সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, চুরি যাওয়া মাইক্রে উদ্ধারে তৎপরতা চলছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি