শনিবার, ২৬ জুলাই, ২০২৫
27 Jul 2025 10:43 pm
![]() |
মো.সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড়:-পঞ্চগড়ের বোদা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দুই আইসক্রিম কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার জামাদার পাড়া ও নগরকুমারী হলপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে কারখানা মালিকদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) এসএম ফ‚য়াদ।
এসময় ভিসি আইসক্রিম কারখানার মালিককে ৫০ হাজার ও কাওসার আইসক্রিম কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ নগদ প্রদান করেন কারখানা মালিকেরা। পরে জরিমানার অর্থ রাস্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।
এসময় বোদা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রীমন, বোদা সেনা ক্যাম্পের সদস্যরা সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, কারখানা দুইটি বরফকল হলেও দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরী করা হচ্ছিল। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কাপড়ের রং, ক্যামিকেল ও নোংরা পানি ব্যবহার করে আইসক্রিম মজুদ করা হচ্ছিল।মজুত করা আইসক্রিমে ছত্রাক জমে গিয়েছিল৷
এসময় ভিসি কারখানা থেকে ৩ হাজার ৫০০ পিছ তৈরী আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।পরে কাওসার কারখানা থেকে ৫০০ পিছ তৈরী আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) এসএম ফ‚য়াদ বলেন,অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম তৈরীর বিষয়ে জানতে পেরে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই আইসক্রিম কারখানা মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।জব্দকৃত আইসক্রিম ধ্বংস করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ সফিকুল আলম দোলন
জেলা প্রতিনিধি,পঞ্চগড়