বুধবার, ২৩ জুলাই, ২০২৫
02 Aug 2025 10:53 pm
![]() |
প্রেস বিজ্ঞপ্তি:-রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ২৭ জন নিহত ও শতাধিক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন সিএলএনবি চেয়ারম্যান এবং বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবার কল্যাণ পরিষদের সভাপতি হারুনূর রশিদ।
২২ জুলাই ২০২৫ মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানবাহিনী ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এত বেশি মানুষের হতাহত হওয়ার সারা দেশের মানুষ মর্মাহত।
তিনি বলেন, জনাকীর্ণ এলাকা বিমান প্রশিক্ষণ বন্ধ করতে হবে। একই সাথে বিমান বাহিনীর পুরোনো সব বিমান অবসরে পাঠিয়ে বিমানবাহিনীকে আধুনিকায়ন করতে হবে।
তিনি আহতদের আরোগ্য কামনা করে তাদের যথাযথ চিকিৎসার জন্য সরকারকে সবধরণের ব্যবস্থা গ্রহণে আহ্বান জানান এবং নিহত ও আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানে দাবি জানান।
(বজলুর রহমান বাবলু)মিডিয়া সেল