বুধবার, ৩০ জুলাই, ২০২৫
30 Jul 2025 11:45 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধায় অবৈধভাবে গড়ে উঠা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য বিভাগ। এসময় চারটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে গাইবান্ধা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.মো. রেজওয়ান আহম্মেদের নেতৃত্বে জেলা শহরে অভিযান করা হয়।সিলগালা সেন্টারগুলো হলো- গাইবান্ধা শহরের হাসপাতাল রোডের নিউ সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার, কাচারি বাজারের ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার,কলেজ রোডের সোনার বাংলা ডায়াগনস্টিক সেন্টার ও সদরের তুলশীঘাট বাজারের ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার।
এ বিষয়ে ডা. মো. রেজওয়ান আহম্মেদ বলেন, অনুমোদন না নিয়ে দীর্ঘদিন থেকে এসব ডায়াগনস্টিক পরিচালিত হয়ে আসছিল।বৈধ কাগজপত্র না থাকায় ও তাদের ল্যাবে মেয়াদ উত্তীর্ণ পরীক্ষার কিট ও সরঞ্জামাদি পাওয়ায় ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়।