মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
25 Aug 2025 01:50 am
![]() |
সাইফর রহমানশামীম,কুড়িগ্রাম:-জেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হয়েছেন কুড়িগ্রাম পৌরসভার জেবুন নাহার। এনিয়ে তিনি পরপর ৫ পাচ বার শ্রেষ্ঠত্ব অর্জন করলেন।এছাড়াও তিনি রংপুর বিভাগের শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।
পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হন।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয়ে আলোচনা সভা শেষে জেলা প্রশাসক নুরসাত সুলতানা শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারীর ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।জেবুন নাহার বলেন টানা ৫ বার পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হলাম।
এছাড়াও বিভাগের শ্রেষ্ঠত্ব পেয়েছি। তিনি আরো বলেন নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েও পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা নিয়মিত দিয়ে যাচ্ছি।আবারো এ অর্জন আমার দায়িত্ব বাড়িয়ে দিলো।পরিকল্পনা বিভাগের জেলার সকল স্যারদের অভিনন্দন জানাই। সবার কাছে দোয়া চাই।