সোমবার, ১৪ জুলাই, ২০২৫
17 Jul 2025 06:56 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে কীটনাশক পান করে এক সন্তানের জননী সম্পা আক্তার (২৩) আত্মহত্যা করেছে। তবে ওই গৃহবধু আত্মহত্যা করেছে না হত্যা করে মুখে কীটনাশক ঢেলে দেয়া হয়েছে।এ নিয়ে এলাকায় নানা গুঞ্জনসহ মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টির হয়েছে।ঘটনাটি ঘটেছে রোববার (১৩ জুলাই) বিকেলে পৌরশহরের শিমুলিয়া গ্রামের দক্ষিণপাড়ায়।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাতুলী গ্রামের ইসলাম মিয়ার মেয়ে সম্পা আক্তারের সাথে পৌরশহরের শিমুলিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মোনারুল ইসলাম মামুনের বিগত ৫ বছর আগে বিয়ে হয়।
বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিল। এরই মধ্যে তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়।কিন্তু বিগত কয়েক মাস পূর্ব থেকেই ক্যাসুনিয়া খেলাকে কেন্দ্র করে তাদের সংসারে পারিবারিক কলহসহ অশান্তির সৃষ্টি হয়। স্বামীর মোবাইল লুকিয়ে রাখায় স্বামী ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারধার করলে এদিন বিকেলে গৃহবধু সম্পা আক্তার বাড়ীর সকলের অজান্তে কীটনাশক পান করে আত্মহত্যা করে বলে তার পরিবার জানায়। কিন্তু এলাকার কতিপয় অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানান,স্বামী মামুন তার স্ত্রী সম্পাকে বেদম প্রহার করে।
এসময় সম্পা মরণাপন্ন হলে অবস্থা বেগতিক দেখে তার মুখে কীটনাশক ঢেলে দিয়ে হত্যাকে আত্মহত্যা বলে প্রচার করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
থানা অফিসার তদন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, সম্পা আত্মহত্যা করেছে না তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই তা জানা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে প্রাথমিক সূত্রে জানা যায়।
One attachment • Scanned by Gmail