বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
17 Jul 2025 11:29 am
![]() |
অনুভবে খুঁজে ফিরি
আমার কারীমা'র মুখ
এইযে সে দিনগুলো ছিলো
মমতায় ঘেরা সুখ
অকালে যে ছেড়ে গিয়েছো
বাবা ও মা-কে
দিনে রাতে শুধুই যেন
মনে পড়ে তোমাকে
আহ্লাদী কন্ঠে ডাকতে অমন
মধুমাখা সুরে
কতদিন সেই ডাক শুনি না
চলে গেছো কতদূরে
ভালো থেকো মা কারীমা
ঐ যে মাটির ঘরে
দেখা দিও বাবা ও মা-কে
জান্নাতি পোশাক পরে।
কাজী ছাব্বীরের কবিতা