বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
17 Jul 2025 11:39 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মঙ্গলবার (১৬ জুলাই) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিশেষ সভায় বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিওএ-এর প্রস্তাবিত খসড়া গঠনতন্ত্রটি কার্যনির্বাহী কমিটির এই বিশেষ সভায় অনুমোদিত হয় এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মতামতের জন্য প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি, উক্ত সভায় প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্সে ৩২টি ডিসিপ্লিন অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মঙ্গলবার (১৬ জুলাই) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিশেষ সভায় বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিওএ-এর প্রস্তাবিত খসড়া গঠনতন্ত্রটি কার্যনির্বাহী কমিটির এই বিশেষ সভায় অনুমোদিত হয় এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মতামতের জন্য প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি, উক্ত সভায় প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্সে ৩২টি ডিসিপ্লিন অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ছাড়াও সভায় আগামী আগস্ট মাসের শেষার্ধে সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার বাঘাবাড়ি ইউনিয়নের করতোয়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
কালের কণ্ঠ