মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
27 Aug 2025 04:34 am
![]() |
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:-ইন্দুরকানীতে কাব কার্নিভাল অনুষ্ঠিতইন্দুরকানীতে কাব কার্নিভাল অনুষ্ঠিতবাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ইন্দুরকানীতে দিনব্যাপী কাবকানির্ভাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি হাসান বিন মুাহাম্মদ আলী উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন।
অনুষ্ঠানে উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৮০ জন শিক্ষার্থী এবং ৩০ জন উইনিট লিডার অংশগ্রহন করেন। শিক্ষার্থীরা বিভিন্ন টার্গেট হিট (তীরনিক্ষেপ), রিংছোড়া, বালতিতে বল নিক্ষেপ, চোখ বেধে বধুর কপালে টিপ পরানো, মাছ শিকার ও আইন নৃত্যে প্রতিযেগিতামূলক অংশগ্রহন করে।
অনুষ্ঠানে রাজকীয় পোশাকে রাজা, মন্ত্রী, প্রহরী, পাইক পেয়াদা সেজে কাব শিশুদের আনন্দ দেওয়া হয়।পরে বিকালে সাংস্কৃতিক প্রতিযেগিতা ও পুরস্কার বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্কাউটক মিশনারইবাল রেজা মাসুম, সম্পাদক খান এনায়েত করিম, আঞ্চলিক উপকমিশনার কাজী ফাহিমা আক্তার মুন্নি, ইন্দুরকানী উপজেলার কমিশনার এসএম লোকমান হোসেন, সম্পাদক এম আহসানুল ছগির এবং কোষাধ্যক্ষ খান মোঃ নাসিরউদ্দিন প্রমুখ।