বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
27 Aug 2025 06:27 am
![]() |
এসএম সিরাজ,বগুড়া:- বগুড়া সদরের রায়মাঝিড়া দ্বি:মূখী উচ্চ বিদ্যালয়ে সোমবার বাদ জোহর সদ্য নিয়োগ প্রাপ্ত ভৌত বিজ্ঞানের শিক্ষক মাহবুবুর রহমান যোগদান কারায় বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন রায়ামাঝিড়া দ্বি মূখি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ ইকবাল হোসেন,প্রধান শিক্ষক একেএম আবুল কালাম আজাদ, সহ প্রধান শিক্ষক পার্থ সারথী দাস, সহকারী শিক্ষক রেজাউল করিম, ধর্মীয় শিক্ষক আবু ইমরান, ইনছান আলী,রফিকুল ইসলাম মিঠু, আঃ মান্নান, আঃ গফুর,মায়া রাণী সূত্রধর, রুমানা আক্তার,ইফতেআরা,শাহরিয়ার কবির, আবু তালেব,দৌলত জামান।
নতুন শিক্ষকের উদ্দেশ্যে সভাপতি ইকবাল হোসেন বলেন-প্রতিষ্ঠানের সকল শিক্ষকের সাথে আপনি ভালো সম্পর্ক রাখবেন,এবং যথাযথ ভাবে দায়িত্ব পালন করবেন।